ICT MCQ 2nd Chapte HSC Question with answer | ICT MCQ HSC Chapter 2nd | HSC 2nd chapter MCQ Suggestion | HSC second chapter MCQ
1. বুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে—
2. সাধারণত মােবাইল কমিউনিকেশন হলাে-
i তারবিহীন যােগাযােগ ব্যবস্থা
ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা
iii. ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক
নিচের কোনটি সঠিক?
ওয়াই-ফাই
3. নিচের কোনটি Wi-Fi স্ট্যান্ডার্ড?
4. কোনটি লােকাল এরিয়া নেটওয়ার্কের প্রযুক্তি?
5. IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে?
ওয়াই-ম্যাক্স
6. কোনটি Wi-MAX স্ট্যান্ডার্ড?
7. Wi-Max কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়?
8. Wi-Fi এবং Wi-Max এর মধ্যে পার্থক্য হচ্ছে-
i. কভারেজ এরিয়ায়
ii. ট্রান্সমিশন মােডে
iii. ট্রান্সমিশন স্পীডে
নিচের কোনটি সঠিক?
9. সাশ্রয়ীভাবে পাহাড়ী এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক?
বিভিন্ন প্রজন্মের মােবাইল
10. কোন প্রজন্মের মােবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়?
11. গ্রীন ফোন বলা হয় কোন প্রযুক্তির মােবাইল ফোনকে?
12. নিচের কোন প্রযুক্তিটি ইউনিক কোডিং পদ্ধতি ব্যবহার করে?
13. মােবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়?
14. মােবাইল কমিউনিকেশনে কোন প্রজন্মে Analog Radio Signal ব্যবহৃত হয়?
15. রেডিও সিগনাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মােবাইলে ব্যবহৃত হয়?
16. GSM এর পূর্ণ রূপ হলাে –
18. আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি?
ict mcq
19. নিচের কোনটি ডেটা সার্ভিস?
20. কোনটি চতুর্থ প্রজন্মের মােবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য?
21. কোন প্রজন্মের মােবাইল ফোনে আল্টা ব্ৰড ব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
রাসেল 4G মােবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS-এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে। সিকল বাের্ড ২০১৮]
22. বার্তা জানানাের মােড কোনটি?
23. রাসেলের মােবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব
i. সার্কিট সুইচিং পদ্ধতিতে ডেটা প্রেরণ
ii. IP নির্ভর ওয়ারলেস নেটওয়ার্ক স্থাপন
iii. ত্রি-মাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকের আলােকে প্রশ্নের উত্তর দাও :
মি. হারুন যে কোম্পানির মােবাইল ফোন ব্যবহার করেন সেটির কারণে তিনি দীর্ঘ সময় ধরে কথা বলতে পারেন। কিন্তু গত বছর ভারতে বেড়াতে গিয়ে তিনি তার ফোন নম্বরটি ব্যবহার করতে পারেননি ।
24. মি. হারুনের ব্যবহৃত মােবাইল ফোনের প্রযুক্তি হচ্ছে-
25. উদ্দীপকের উল্লেখিত প্রযুক্তির বৈশিষ্ট্য i.Identification Module ব্যবহার করা যায় ii, প্রাইভেসী বেশি iii. রিপিটারসমূহ ব্যবহারে সক্ষম নিচের কোনটি সঠিক?
কম্পিউটার নেটওয়ার্কিং ict mcq
26. কম্পিউটারের পারস্পরিক যােগাযােগকে কী বলা হয়?
27. সর্ববৃহৎ এলাকার জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়?
28. একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে?
29. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে ?
30. একটি রুমে থাকা ল্যাপটপগুলাে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।
Post a Comment