HSC ICT MCQ HSC ICT Model Test


ICT MCQ 2nd Chapte | HSC 2nd chapter MCQ Suggestion | HSC second chapter MCQ | এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় MCQ প্রশ্ন সাজেসান্স | ICT MCQ 2nd Chapte.

উদ্দীপকটি পড় এবং  প্রশ্নের উত্তর দাও :

কোনাে কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যােগাযােগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না।

1. তারা কোন ডেটা ট্রান্সমিশন মোেড ব্যবহার করেন?
  •  
  •  
  •  
  •  
2. একই সময়ে যােগাযােগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়ােজন-

i. মােবাইল
ii. ওয়াকি-টকি
iii. রেডিও

নিচের কোনটি সঠিক?

  •  
  •  
  •  
  •  

ICT MCQ 2nd Chapte HSC

ICT MCQ 2nd Chapte HSC Question with answer | ICT MCQ HSC Chapter 2nd | HSC 2nd chapter MCQ Suggestion | HSC second chapter MCQ

উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :

রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয় ।

3. উদ্দীপকের আলােকে রায়হান সাহেবের ক্লাস নেয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মােড ব্যবহৃত হয়েছে?
  •  
  •  
  •  
  •  
4. অনুপস্থিতির বিষয়টি জানানাের জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মােড হলাে-

i. ইউনিকাস্ট
ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

  •  
  •  
  •  
  •  
5. ফুল ডুপ্লেক্স মােডে চলে-

i. মােবাইল ফোন।
ii. ল্যান্ড ফোন।
iii. রেডিও ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

  •  
  •  
  •  
  •  
6. গ্রুপ SMS প্রদান হলাে –
  •  
  •  
  •  
  •  
7. টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মােড হচ্ছে-

i. সিমপ্লেক্স
ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

  •  
  •  
  •  
  •  
8. ব্রডকাস্ট মােডের উদাহরণ হলাে-
  •  
  •  
  •  
  •  

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলাে। ২০১৮ সালে শিক্ষা সচিব মহােদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন করেন।

9. উদ্দীপকে বর্ণিত ভবনে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরনের?
  •  
  •  
  •  
  •  
10. উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মােড কোনটি?
  •  
  •  
  •  
  •  

ICT MCQ 2nd Chapte

ডেটা কমিউনিকেশন মাধ্যম

11. টেলিফোনের জন্য ব্যবহৃত ক্যাবল কোনটি?
  •  
  •  
  •  
  •  
12. কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?
  •  
  •  
  •  
  •  
13. 100 Mbps ডেটা ট্রান্সমিশন হয় কোনটিতে?
  •  
  •  
  •  
  •  
14. তারগুলাে পেঁচানাে ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয় -
  •  
  •  
  •  
  •  
15. টুইস্টেড পেয়ার ক্যাবল এর সাধারণ রং কোনটি?
  •  
  •  
  •  
  •  
16. অপটিক্যাল ফাইবার ক্যাবল-

i. উচ্চগতি সম্পন্ন
ii. দামে সস্তা
iii. বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত

নিচের কোনটি সঠিক?

  •  
  •  
  •  
  •  
17. ফটো ডিটেক্টরের কাজ কী?
  •  
  •  
  •  
  •  
18. অপটিক্যাল ফাইবার ক্যাবলে তথ্য আদান-প্রদানের মূল অংশ

i. আলােক উৎস
ii. প্রেরক মাধ্যম।
iii. ডিটেক্টর

নিচের কোনটি সঠিক?

  •  
  •  
  •  
  •  

তারবিহীন মাধ্যম

19. 10 কিলােহার্জ থেকে গিগাহার্জের মধ্যে সীমিত ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয়-
  •  
  •  
  •  
  •  
20. রেডিও তরঙ্গ কত প্রকার?
  •  
  •  
  •  
  •  
21. GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়?
  •  
  •  
  •  
  •  
22. ভূপৃষ্ঠে ট্রান্সমিটার বসানাে থাকে কোন ওয়েভে?
  •  
  •  
  •  
  •  
23. টেলিভিশনের রিমােট কন্ট্রোলে ব্যবহৃত হয়-
  •  
  •  
  •  
  •  
24. মাইক্রোওয়েভ এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?
  •  
  •  
  •  
  •  

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খােলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে যাদের মাঝখানে কোন বাধা নেই । একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টিনা আকাশমুখী করে রাখা হয়েছে।

25. উদ্দীপকের উঁচু টাওয়ারগুলাে কোন ধরনের মিডিয়া ব্যবহার করে?
  •  
  •  
  •  
  •  
26. উদ্দীপকের আকাশমুখী ব্যবস্থা ব্যবহার করা হয়-

i. টেলিভিশনের সিগন্যাল পাঠানাের ক্ষেত্রে
ii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে
iii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

  •  
  •  
  •  
  •  
27. ৫৯, ৩০০ গিগাহার্জ থেকে ৪০০ টেরাহার্জ পর্যন্ত ফ্রিয়ােয়েন্সি বলা হয় –

i. ইনফ্রারেড
ii. রেডিও ওয়েভ
iii. মাইক্রো ওয়েভ

নিচের কোনটি সঠিক?

  •  
  •  
  •  
  •  

ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম

28. হটস্পট কী
  •  
  •  
  •  
  •  
29. কোন যন্ত্রটি নিন্ম শক্তিসম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবর্তন করতে সক্ষম?
  •  
  •  
  •  
  •  
30. কোনটি ব্লু-টুথ স্ট্যান্ডার্ড?
  •  
  •  
  •  
  •  

Back |Next Page

Go To Facebook Page

Post a Comment

Previous Post Next Post