এক কথায় প্রকাশ
একাধিক পদ কে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । এক কথায় প্রকাশ বাংলা ব্যাকরণের ও বাংলা ভাষার অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। এইচ.এস.সি,এস.এস.সি,বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা সহ সকল পরীক্ষার জন্য উপযোগী কিছু বাক্য সংকোচন জানতে পারবেন ।
1. ‘রাত্রির শেষ ভাগ'-এক কথায়
2. ‘গম্ভীর ধ্বনি’-এর বাক্য সংকোচন:
3. ‘দুইবার জন্মে যে’-এক কথায় প্রকাশটির সঠিক কোনটি?
4. ‘যা বলা হয়েছে’-এক কথায় প্রকাশ করলে হবে
5. ‘টঙ্কার' শব্দের সম্প্রসারিত বাক্য কোনটি?
6. “অন্য যুগ” বাক্যের সংক্ষেপ রূপ হলো
7. ‘অশ্ব-রথ-হস্তী-পদাতিক সৈন্যের সমাহার' বাক্যের এক কথায় প্রকাশ
8. ‘যে উপকারীর অপকার করে' এর বাক্য সংকোচন কোনটি?
9. ‘যাহা সহজে মাথা নোয়ায় না' বাক্যটির এক কথায় প্রকাশ হলো
Go T Bangla 1st Paper MCQ SEE ANSWER
10. যিনি অনেক দেখেছেন
11. ‘যিনি বিদ্যালাভ করেছেন' এককথায়
12. যুদ্ধে যিনি স্থির থাকেন- এক শব্দের হবে
13. ‘অনুসন্ধিৎসা’ বলতে বোঝায়
14. ‘যা বলা হয়নি' এক কথায়
15. ‘কোন ভয় নেই যার' তাকে বলা হয়
16. ‘ক্ষমার যোগ্য'-এর বাক্য সংকোচন
17. 'যা চেটে খাওয়া হয়' এর এক কথায় প্রকাশ হলো
18. নষ্ট হওয়া স্বভাব যার
19. বলার যোগ্য যা নয়
20. ‘গঙ্গার অপত্য' এর এক কথায় প্রকাশ
21. গাছের পাতায় তৈরি পাত্রকে কি বলা হয়?
22. ‘অশীতিপর' শব্দের অর্থ
গুরুত্বপূর্ন এক কথায় প্রকাশ PDF Download
23. 'যা সহজে অতিক্রম করা যায় না'- এর বাক্য সংকোচন হল
24. ‘যে সকল অত্যাচার সহ্য করে' তাকে বলে
25. মৃতের মত অবস্থা যার
26. এক কথায় প্রকাশ কর: অলঙ্ককারের ধ্বনি
27. এক কথায় প্রকাশ কর: যা নাড়ানো যায়:
28. এক কথায় প্রকাশ করঃ ‘ময়ূরের পুচ্ছ বিস্তার –
29. ‘যে পুরুষ বিয়ে করেছে’-এক কথায় কি হবে?
30. “এক থেকে শুরু করে’-এক কথায় বলে
31. যে ব্যক্তি পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারে
32. ‘বিগত মন যার’-এক কথায় প্রকাশ করঃ
33. 'বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে' এক কথায়
34. ‘শুভক্ষণে জন্ম যার'
35. ‘অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে, তাকে বলে
HSC Bangla 2nd Paper
36. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে:
37. আবক্ষ জলে নেমে স্নান-এক কথায় কী বলে?
38. ‘অলঙ্কারের শব্দ' কে এক কথায় কী বলে?
39. 'যে নারী প্রিয় কথা বলে’—এক কথায়:
40. 'অক্ষির সম্মুখে’-
41. যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না এমন ব্যক্তিকে বলা হয়
42. 'যা জল দেয়' এক কথায় প্রকাশ হল
43. ‘হাতির ডাক' কে এক কথায় কী বলে?
44. শোক দূর হয়েছে যার বাক্যটিতে সংকোচন করলে হবে
45. ‘যে অন্যের লেখা চুরি করে' তাকে এক কথায় বলা হয়
46. দু'বার জন্ম হয় যার
47. ‘যা বলা হবে’- এর বাক্য সংকোচন কোনটি?
Post a Comment