1. কী কাটতে কাটতে বর্ষা এল?
2. ‘সোনার তরী’ কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে?
3. ‘সোনার তরী’ কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে?
4. ‘ভরসা’ শব্দটির অর্থ কী?
5. কূল শব্দের অর্থ কোনটি?
6. কী কাটা হল সারা?
7. ‘সোনার তরী’ কবিতায় কূলে একা কে বসে আছে?
8. ‘থরে বিথরে’ শব্দটির অর্থ কী?
9. সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়?
10. ‘ক্ষুরধারা’ বলতে কী বুঝানো হয়েছে?
11. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
12. ‘তরুছায়ামসী-মাখা’ বলতে কী বুঝানো হয়েছে?
MCQ MODEL TEST
SEE ANSWER
13. ‘সোনার তরী’ কবিতায় ‘শূন্য নদীর তীরে’ কে একা পড়ে থাকল?
14. কোন পঙক্তিতে মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাসক্তি ফুটে উঠেছে?
15. সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না?
16. মানবজীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে?
17. কৃষক কিংবা কবির নি:সঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে?
18. মাঝি মূলেতে তরী ভিড়ালো কেন?
19. কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় –
SONAR TORI HSC MCQ Bangla 1st paper Online Test Bd
20. নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছেন –
21. ‘ভারা ভারা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
22. কোন সময়ে ক্ষেতসমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায়?
23. ‘সোনার তরী’ কবিতাটির নামকরণ ‘নিষ্ঠুর মহাকাল’ রাখা যেত নিচের কোন যুক্তিতে?
24. ফকির লালন শাহ অনেক পূর্বে মৃত্যুবরণ করেছেন কিন্তু তাঁর গানগুলো যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে চলেছে। এ বিষয়টি তোমার পঠিত কোন কবিতাকে সমর্থন করে?
25. ‘দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পন্ন হয়েছে?
26. মানুষের জীবন কেমন?
27. ‘বাঁকা জল’ কিসের প্রতীক?
28. ‘নদী’ শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
29. ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন?
31. ‘সোনার তরী’ কবিতার সর্বশেষ স্তবকের ‘শূন্য’ শব্দটির প্রয়োগে কী স্পষ্ট হয়ে ওঠে?
32. ‘সোনার তরী’র মাঝি অতৃপ্তির বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে?
33. ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ আসলে কী?
Post a Comment