HSC Bengali 1st Paper MCQ Question With Answer | Ahobban
Ahobban: HSC Bengali 1st Paper MCQ Question With Answer. Ahobban: HSC Bengali 1st Paper MCQ Question With Answer. Ahobban: HSC Bengali 1st Paper MCQ Question With Answer.
১. ‘আহ্বান’ গল্পের রচয়িতা কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. প্রেমেন্দ্র মিত্র
২. কোন স্কুল থেকে বিভূতিভূষণ এন্ট্রান্স পাস করেন?
ক. বনগ্রাম
খ. চৌদ্দগ্রাম
গ. বনপাড়া
ঘ. মুরারিপুর
৩. প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে মহিমান্বিত বিভূতিভূষণের-
ক. নাট্যসাহিত্য
খ. কবিতা
গ. কথাসাহিত্য
ঘ. গান
৪. ‘অপরাজিতা’ উপন্যাসের লেখক কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন কত তারিখে?
ক. ১ আগষ্ট
খ. ১ সেপ্টেম্বর
গ. ১ অক্টোবর
ঘ. ১ নভেম্বর
৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৫০
খ. ১৯৫১
গ. ১৯৬০
ঘ. ১৯৬২
৭. ‘আহ্বান’ গল্পে ‘দেশে’ বলতে কী বোঝান হয়েছে?
ক. বাংলাদেশে
খ. পশ্চিম বাংলায়
গ. ভারতে
ঘ. গ্রামে
৮. লেখকের ‘পৈতৃক বাড়ি’ কী হয়েছিল?
ক. বিলুপ্ত হয়েছিল
খ. লুন্ঠিত হয়েছিল
গ. বেদখল হয়েছিল
ঘ. ভেঙেচুরে গিয়েছিল
৯. লেখকের বাবার পুরাতন বন্ধু কে?
ক. গ্রামের চক্কোত্তি মশায়
খ. পাশের গ্রামের চক্কোত্তি মশায়
গ. গ্রামের মুখুজ্জে মশায়
ঘ. পাশের বাড়ির চৌধুরী মশায়
১০. লেখক প্রণাম করে কী করলেন?
ক. পায়ের ধুলো নিলেন
খ. চক্কোত্তি মশায়ের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন
গ. চক্কোত্তি মশায়কে গ্রামে আসার কারণ বললেন
ঘ. আশীর্বাদ নিলেন
১১. “এসো, এসো, বেঁচে থাকো, ” শীর্ষক বাক্যটি অর্থগত শ্রেণিভাগে কোন বাক্যের অন্তর্গত?
ক. বিবৃতিমূলক বাক্য
খ. প্রশ্নবোধক বাক্য
গ. অনুজ্ঞাবাক্য
ঘ. আবেগ বাক্য
১২. ‘দীর্ঘজীবী হও’ ‘আহ্বান’ গল্পে লেখককে একথা বলেছিলেন?
ক. নরেশ বাড়–য্যে
খ. জমির করাতির স্ত্রী
গ. চক্কোত্তি মশায়
ঘ. নরু মুখুয্যে
১৩. ‘সামান্য মাইনে পাই’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
ক. লেখকের বেতন খুবই কম
খ. লেখকের মাইনা পাই-পয়সা তুল্য
গ. লেখক বেতন যা পান তা সামান্য মাত্র
ঘ. বাড়ি-ঘর করার মতো যথেষ্ট বেতন লেখন পান না
১৪. গ্রামে এসে লেখকের ভালো লাগার কারণ কী?
ক. গ্রামের সহজ-সরল জীবনযাপন
খ. গ্রামের দূষণমুক্ত নিসর্গ প্রকৃতি
গ. গ্রামের লোকেদের আতিথেয়তা
ঘ. গ্রামে অনেক দিন পর আসায়
১৫. বুড়ি ‘এপাড়া – ও – পাড়া যাতাম আসতাম না’ বলতে কী বুঝিয়েছে?
ক. পরিদর্শন
খ. ভিক্ষা
গ. বেড়ান
ঘ. গায়ে খাটা
১৬. “গোলাপোরা ধান, গোয়ালপোরা গরু’ বলতে গ্রাম বাংলার কোন দিকটি ফুটে উঠেছে?
ক. প্রকৃতি নির্ভরতা
খ. আর্থিক সচ্ছলতা
গ. সামাজিক নিরাপত্তা
ঘ. স্বনির্ভরতা
১৭. বুড়ি কী রকম দৃষ্টিতে লেখকের দিকে চেয়েছিল?
ক. অবাক
খ. জিজ্ঞাসু
গ. উৎসুক
ঘ. স্নেহাতুর
১৮. লেখক কলকাতা চলে গেলেন কেন?
ক. গ্রাম ভালো না লাগায়
খ. ছুটি ফুরিয়ে যাওয়ায়
গ. পৈতৃক সম্পত্তি সম্পর্কিত কাজে
ঘ. গ্রামীণজীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলায়
১৯. লেখক একটি খড়ের ঘর তোলার জন্য কাকে কিছু টাকা দিলেন?
ক. চক্কোত্তি মশায়কে
খ. জনৈক প্রতিবেশীকে
গ. জ্ঞাতি খুড়োকে
ঘ. জমির করাতির বউকে
২০. লেখকের কলকাতায় বুড়িকে একবারও মনে পড়েনি কেন?
ক. বুড়ি অনাত্মীয় বলে
খ. বুড়ি গ্রামে ছিল বলে
গ. কর্মব্যস্ততার কারণে
ঘ. লেখাপড়ায় ব্যস্ত থাকায়
২১. “ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত” শব্দগুচ্ছে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. ভিখারির বেশ
খ. ময়লা – নোংরা বেশভূষা
গ. দারিদ্র্যের চরম দশা
ঘ. ভিখিরির জীবনযাপন
২২. লেখকের জন্য বুড়ির আম আনার ভিতরে কী ফুটে উঠেছে?
ক. মমত্ববোধ
খ. দায়বদ্ধতা
গ. সৌজন্যবোধ
ঘ. অপত্য স্নেহবহ
২৩. আম দেখে লেখক কী জিজ্ঞেস করলেন?
ক. ও আম কিসের?
খ. আম এনেছ কী জন্য?
গ. আম আনলে কার জন্য?
ঘ. আবার আম নিয়ে এসেছ?
২৪. ‘আহ্বান’ গল্পে “গাছের আম” বলতে বোঝানো হয়েছে-
ক. গাছ থেকে পাড়া আম খ
. নিজ গাছের আম
গ. হাট থেকে কেনা আম
ঘ. গাছ থেকে পড়া আম
২৫. বুড়ির সম্বোধন লেখকের বড় ভালো লাগার কারণ কী?
ক. সম্বোধনের নতুনত্ব
খ. বুড়ির প্রতি ভালো লাগা
গ. ঘনিষ্ঠ আদরের সম্বোধন
ঘ. সম্বোধনের আবেগময়তা
২৬. গ্রামে লেখক কোথায় খানা খেতেন?
ক. চকোত্তি মশায়ের বাড়ি
খ. প্রতিবেশিনীর বাড়ি
গ. মুখুয্যে বাড়ি
ঘ. খুড়োমশায়ের বাড়ি
২৭. লেখককে দুধ দিত কে?
ক. বিদ্যাধরী গোয়ালিনী
খ. প্রসন্ন গোয়ালিনী
গ. ঘুঁটি গোয়ালিনী
ঘ. সৌদামিনী মালো
২৮. বুড়ির চালাঘরের পাশে কার চালাঘর?
ক. চাটুয্যে
খ. পরশু সর্দারের বউয়ের
গ. পুঁটিদের
ঘ. হাজরা ব্যাটার বউয়ের
২৯. লেখকের গলার স্বর একটু রুক্ষ হয়ে উঠেছিল কখন?
ক. দুধের দাম জিজ্ঞাসাকালে
খ. বুড়িকে দাওয়ায় বসে থাকতে দেখে
গ. খুব ভোরে বুড়ির আগমনে
ঘ. জ্ঞাতি খুড়োর উপস্থিতিতে
৩০. বুড়ি একটু ঘাবড়ে গেল কেন?
ক. লেখকের খুড়োকে দেখে
খ. বাওনপাড়ার চক্কোত্তি মশায়কে দেখে
গ. লেখকের কন্ঠস্বর অপ্রত্যাশিত রুক্ষ হয়ে ওঠায়
ঘ. লেখকের রুঢ় ব্যবহারে
৩১. বুড়ির কথাবার্তায় লেখক কী বুঝতে পারলেন?
ক. বুড়ি বেশ দমে গিয়েছে
খ. বুড়ি খুব সহজ-সরল
গ. বুড়ির বাস্তব জ্ঞান অপ্রতুল
ঘ. বুড়ি আসলেই মাসি-পিসিদের মতো
৩২. লেখকের মনে একটু কষ্ট হলো কেন?
ক. বুড়িকে ধমক দেওয়ায়
খ. বুড়িকে তাড়িয়ে দেওয়ায়
গ. বুড়ির ¯েড়বহের দানের অমর্যাদা করায়
ঘ. বুড়ির দারিদ্রের কথা মনে পড়ায়
৩৩. লেখকের জন্য বুড়ির নতুন চাটাই তৈরি করার কারণ কী?
ক. লেখক নামিদামি ব্যক্তি বলে
খ. লেখক ব্রাহ্মনের ছেলে বলে
গ. লেখক কলকাতার চাকুরে বলে
ঘ. লেখক পুরনো কোনো চাটাইয়ে বসেন না।
৩৪. বুড়ির আগ্রহ সত্ত্বেও সেবার লেখক বুড়ির বাড়ি যেত পারলেন না কেন?
ক. লেখকের নানা ব্যস্ততার কারণে
খ . বুড়ি একজন মুসলমান বিধবা তাই
গ. লেখকের জ্ঞাতি-স্বজনেরা রুষ্ট হবেন বলে
ঘ. লেখন ছিলেন ভূলোমনা প্রকৃতির
৩৫. লেখক বুড়িকে দু আনা চার আনা প্রায়ই দিতেন, সেই সাথে একদিন বিশেষ কি একটা দিলেন?
ক. শাল
খ. কাপড়
গ. সোয়েটার
ঘ. কাঁথা
৩৬. লেখক কী একটা জিনিস লক্ষ্য করেছেন?
ক. বুড়ির বেশভূষা ময়লা
খ. বুড়ি চোখে ভালো দেখতে পায় না
গ. বুড়ি কোনোদনি মুখ ফুটে কিছু চায়নি
ঘ. বুড়ি স্বামীর পরিচয়ে গর্ববোধ করত
৩৭. হাজরা ব্যাটার বউ কীভাবে জীবনযাপন করে?
ক. কৃষিকাজ করে
খ. মানুষের বাড়ি কাজ করে
গ. এটা ওটা বেচাকেনা করে
ঘ. ধানভেনে চিঁড়ে কুটে
৩৮. বুড়ি কিসের উপর শুয়ে ছিল?
ক. একটা ছেঁড়া মাদুর
খ. একটা ছেঁড়া কাঁথা
গ. লেখকের দেওয়া কাপড়
ঘ. একটা খেজুর পাতার পাটি
৩৯. বুড়ির মাথায় কী ছিল?
ক. একটা শিমুল তুলোর বালিশ
খ. একটা তেলচিটে মলিন বালিশ
গ. একদলা ছেঁড়া কাপড়
ঘ. এক পাঁজা ঘাসের আঁটি
৪০. বুড়ি আহ্লাদে আটখানা হয়ে লেখককে কী বলল?
ক. কে বাবা তুমি? চেনলাম না তো!
খ. গোপাল, ঘুমুতে পেরিলি কাল?
গ. গোপাল, যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস।
ঘ. ভালো আছ অ মোর গোপাল?
৪১. অসুস্থ শয্যাপাশে লেখককে দেখে আনন্দে উদ্বেল বুড়ি কয়বার বলেছিল ‘বসতে দে’?
ক. দুইবার
খ. তিনবার
গ. চারবার
ঘ. পাঁচবার
৪২. জল গড়িয়ে পড়া চোখে বুড়ি লেখককে উদ্দেশ করে কী বলল?
ক. ভালো আছ অ মোর গোপাল
খ. অসুখ হয়েছে তাও দেখতে আস না
গ. গোপাল, যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস
ঘ. অ গোপাল, তুই বিয়ে করলি নে কেন
৪৩. বুড়ির নাতজামাই লোক কেমন?
ক. ছনড়বছাড়া
খ. উদাসীন
গ. খারাপ
ঘ. দুষ্ট
৪৪. লেখকের মতে বুড়ি বেঁচে থাকলে লেখককে দেখে কী বলে উঠত?
ক. বাবা গোপাল
খ. আমার গোপাল
গ. অ মোর গোপাল
ঘ. মোর গোপাল
৪৫. ‘প্রণাম বলতে কী বোঝ?
ক. নমস্কার
খ. অভিবাদন
গ. হিন্দু ব্যবহারিক রীতিতে গুরুজনদের অভিবাদন
ঘ. হিন্দু শাস্ত্রানুসারে গুরুজনদের আশীর্বাদ
৪৬. ‘পণ্য’ বলতে কী বোঝ?
ক. রোগীর জন্য চিকিৎসাসেবা
খ. রোগীর জন্য উপযুক্ত আহার্য
গ. পথের উপযোগী খাদ্য পানীয়
ঘ. ফলÑমূল ইত্যাদি দামি খাবার
৪৭. ‘আহ্বান’ গল্পে ব্যবহৃত কোন শব্দটি পূজারি ব্রাহ্মণের উপাধি নির্দেশ করে?
ক. বাড়য্যে
খ. ঘুঁটি
গ. চক্কোত্তি
ঘ. মুখুজ্যে
৪৮. ‘অন্ধের নড়ি’ বাগ্ধারাটির সঠিক অর্থ কী?
ক. অন্ধ লোকের নড়ি
খ. যে নড়ি অন্ধ
গ. অসহায়ের একমাত্র অবলম্বন
ঘ. সহায়ক লাঠি
৪৯. ‘গোয়ালপোরা গরু’ বলতে কী বোঝায়?
ক. গোয়াল পালানো গরু
খ. গোয়াল ভরা গরু
গ. গোয়ালশুন্য গরু
ঘ. গোয়ালে পুড়েছে যে
৫০. ‘গোলাপোরা ধান’এখানে ‘পোরা’ অর্থ কী?
ক. পুড়ে যাওয়া
খ. থেকে
গ. ভরা
ঘ. রাখা
৫১. নিচের কোনটি ভিন্নার্থক শব্দ?
ক. দরজা
খ. দাওয়া
গ. রোয়াক
ঘ. বারান্দা
৫২. ‘চুকে যাওয়া’ বলতে কী বোঝায়?
ক. চুপি চুপি যাওয়া
খ. চুলকানি হওয়া
গ. মিটে যাওয়া বা শেষ হওয়া
ঘ. চলে যাওয়া
৫৩. ‘মন পড়ে যাওয়া’ বলতে ‘আহ্বান’ গল্পে কোনটি বোঝানো হয়েছে?
ক. খুশি হওয়া
খ. কষ্ট পাওয়া
গ. মায়া লেগে যাওয়া
ঘ. স্নেহ করা
৫৪. ‘মলিন বালিশ’ বলতে কী বোঝায়?
ক. মরা মানুষের বালিশ
খ. পুরনো বালিশ
গ. দুঃখী বালিশ
ঘ. ছেঁড়া বালিশ
৫৫. ‘আহ্বান করে এনেছে’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. লেখকের বাবার বন্ধু কর্তৃক লেখককে পৈতৃক বাড়িতে আনা
খ. নিমন্ত্রণ দিয়ে বাড়িঘর দেখাতে নিয়ে আসা
গ. বুড়ির আত্মার অদৃশ্য ডাকে লেখকের গ্রামে ফিরে আসা
ঘ. বুড়ির অসুস্থতার পর মধ্যবয়সী স্ত্রীলোক কর্তৃক লেখককে ডেকে আনা।
৫৬. ‘আহ্বান’ গল্পে “গাাছের আম বেশ কড়া মিষ্টি” বলতে কী বোঝানো হয়েছে?
ক. গাছে ধরলে আম মিষ্টি হয়
খ. নিজের এবং চেনাজানা গাছের ভালো জাতের আম মিষ্টি হয়
গ. ‘আহ্বান’ গল্পে “গাছের আম বেশ কড়া মিষ্টি” বলতে কী বোঝানো হয়েছে?
ঘ. বাজার থেকে কেনা আম গাছের নয় বলে মিষ্টি হয় না
৫৭. ‘ধড়মড়’ কোন ধরনের শব্দ?
ক. বাগধারা
খ. শব্দদ্বিত্ব
গ. মৌলিক
ঘ. যোগরুঢ় শব্দদ্বিত্ব
৫৮. ‘আহ্বান’ গল্পের আলোকে মানুষের প্রকৃত সুখ কিসে আসে?
ক. ধনদৌলতের প্রাচুর্য
খ. সংগীতচর্চায়
গ. জ্ঞানেÑগুণে
ঘ. আন্তরিকতায়
৫৯. ‘আহ্বান’ গল্পে কোন বিষয়টি নেই?
ক. ধনীদরিদ্রের বৈষম্য
খ. অসহায় দরিদ্র জীবন
গ. কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি
ঘ. সামাজিক রীতিনীতির সংকীর্ণতা
৬০. “গোলাপোরা ধান, গোয়ালপোরা গরু” বলতে কোন সময়ের কথা বোঝানো হয়েছে?
ক. সুলতানি আমলের কথা
খ. নবাবি আমলের কথা
গ. জমির করাতি জীবিত থাকা সময়ের কথা
ঘ. শায়েস্তা খাঁর আমলের কথা
৬১. গ্রামে অনেকদিন থেকে আপন-জন কেউ নেই” এখানে কার আপনজনের কথা বলা হয়েছে?
ক. বুড়ির
খ. বুড়ির পাতানো মেয়ের
গ. চক্কোত্তি মশায়ের
ঘ. লেখকের
৬২. বেলা বারোটার দিকে বুড়ির নাতজামাই কেন যেতে বলেছে?
ক. বুড়িকে দেখতে যাওয়ার জন্য
খ. কাফনের কাপড় নিয়ে যাওয়ার জন্য
গ. বুড়িকে মাটি দেওয়ার জন্য
ঘ. বুড়ির জন্য কবর খুঁড়তে
৬৩. “কনে থেকে এলে” বলতে কী বোঝানো হয়েছে?
ক. কোথায় রাত কাটিয়ে এলে
খ. হঠাৎ আবির্ভাব হলে কেমন করে
গ. কীভাবে এলে
ঘ. কতদিন পর এলে
৬৪. অসুস্থ বুড়িকে দেখতে গিয়ে লেখক কোন কাজটি করে?
ক. বুড়ির জন্য কমলা নিয়ে যান
খ. বুড়ির জন্য ডাক্তার ডেকে আনেন
গ. ফল ও পথ্য কেনার জন্য কিছু টাকা দিয়ে আসেন
ঘ. কাফনের কাপড় কিনে দেন।
Post a Comment